প্রায় ১০০০ জন লি‌ভিং সার্ট শিক্ষার্থী নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে

0
680

এস,এ,রব: শিক্ষামন্ত্রনালয় কর্তৃক শুক্রবার পর্যন্ত  বর্ধিত সময়সীমা নির্ধার‌ণের পরও  প্রায় ১০০০  জন লি‌ভিং সার্ট শিক্ষার্থীরা  গ্রেড গণনার জন‌্য তা‌দের নাম  নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন ব‌লে শিক্ষামন্ত্রী জা‌নি‌য়ে‌ছেন।  


চল‌তি  বছর লি‌ভিং  সার্ট পরীক্ষায় অংশগ্রহণ  কর‌তে  মোট  ৬১,০২৯ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৯৮ শতাংশ শিক্ষার্থীরা নিবন্ধন সম্পন্ন  করেছেন  যারা আগামী আগস্ট মা‌সে গ্রেডের ভি‌ত্তি‌তে  ফলাফল গ্রহ‌ণের জন‌্য অ‌পেক্ষা কর‌ছেন ব‌লে  শিক্ষামন্ত্রী জো ম্যাকহাগ জা‌নি‌য়ে‌ছেন।  অ‌নিব‌ন্ধিত ১০০০ জন শিক্ষার্থীরা কেন  পোর্টালে তা‌দের নাম নিবন্ধন কর‌লেন না  সেজন্য শিক্ষা মন্ত্রনালয় আগামী সপ্তাহে তা‌দের  বিদ্যালয়ের সাথে সস্পৃক্ত হ‌বে  ওই সমস্ত শিক্ষার্থীদের নিবন্ধিত না হবার   কারণ খো‌জে বের করার জন‌্য ।  
মিঃ ম্যাকহাগ বলেছেন, এই কাজের উ‌দ্দেশ‌্য  হবে গণনা করে গ্রেড পেতে ইচ্ছুক সকল শিক্ষার্থীর সমর্থন  নিশ্চিত করা ।


তিনি জানান যে, শিক্ষার্থীরা পোর্টালের মাধ্যমে যোগাযোগের বিশদ তথ‌্য সরবরাহ করেছেন ই‌তিম‌ধ্যে এবং  গ্রেড গণনা শে‌ষে  সময়মত  ফলাফল  জানা‌নোর জন‌্য তাহারা ‌শিক্ষ‌র্থিী‌দের সা‌থে  সরাস‌রি যোগা‌যোগ কর‌বেন ব‌লে তি‌নি জা‌নি‌য়ে‌ছেন ।

Facebook Comments Box