পিচগলা গরমের দিন আজকে, থাকবে সর্বোচ্চ তাপমাত্রা

0
964

আবহাওয়ার পূর্বসংকেতে দেখাচ্ছে আজকের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। যেটা হবে এই বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। শুধু গরমই না রৌদ্র ঝলমল এই দিনে থাকবেনা ছিটেফোঁটা মেঘের লক্ষণ।

শুক্রবারেও ছিল অনেক গরম আবহাওয়া, যা ছিল শুক্রবার পর্যন্ত বছরের সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু শনিবারে সেই রেকর্ডও অতিক্রম করার কথা বলা হচ্ছে।

ঠাণ্ডা আর বৃষ্টির গ্যাঁড়াকলে আয়ারল্যান্ডে এমন আবহাওয়া বিরল। তাই সবাই চায় এই দিনগুলোতে ভালভাবে উপভোগ করতে। তাইত সবাই বেরিয়ে পড়ে সূর্যস্নানে। কেউ সমুদ্র বেলাভূমিতে, কেউ পার্কের সবুজ ঘাসের চাদরে, কেউবা আবার নৌকা বা ফেরিতে ছড়ে উপভোগ করে রৌদ্র ঝলমল এই দিনগুলোকে।

তীব্র তাপদাহ আবার অনেকের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। শরীর ডিহাইড্রেশন এর ফলে অনেকের শারীরিক দুর্বলতা ও অসুস্থ বোধ করে। গরমের প্রচণ্ডতায় অনেকেই অসুস্থ হয়ে পড়ে কিংবা খারাপ বোধ করে। এ জন্য সবার শরীরের দিকেও নজর রাখার প্রয়োজন। বেশি বেশি পানি পান ও পানিয় জাতীয় খাবার গ্রহণ করা বাঞ্ছনীয়।

আয়ারল্যান্ডের সবচেয়ে ভালো আবহাওয়ার দিনগুলো আসা করি সবাই উপভোগ করবেন।

Facebook Comments Box