নীতিভ্রম (৩য় পর্ব)- মানসিকতা

0
734
এম_এ_বুলবুল_ইসলাম

মানসিকতা
এম এ বুলবুল ইসলাম


 

সুন্দরবন সহ ভূমণ্ডলের অসংখ্য জঙ্গলে বহু ইতর প্রাণীর বসবাস। যেখানে বাঘ, সিংহ সহ অজস্র হিংস্র জন্তুর পাশাপাশি বহু নিরীহ জীবজন্তুর সহাবস্থান।

নিরাপত্তা বিষয়ক জন্তু জানোয়ারের আজ অব্দি কোন অভিযোগ শোনা যায় নাই। Seleucus, বিধাতার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, যাদের জ্ঞান ও বুদ্ধি আছে। এই মানুষের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজন পড়ে প্রহরীর, নিরাপত্তা বাহিনীর!

শ্রেষ্ঠ জীব হলেও মানুষের অন্তরে লুকায়িত পশুত্বের প্রায়শই বহিঃপ্রকাশ ঘটে। আর, হিংস্র হয়ে পড়ে ইতর প্রাণীর মত। এই ইতরামি দমনে প্রয়োজন পড়ে সামাজিক নিরাপত্তার।

বাংলাদেশের অবকাঠামোগত চলমান উন্নয়ন নিঃসন্দেহে প্রশংসার। তবে ‘মানসিকতা’ প্রসঙ্গ প্রচন্ড রকম প্রশ্নবিদ্ধ। উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি যথাযথ মানসিকতার উন্নয়ন অপরিহার্য।

এই মানসিকতার পরিবর্তন ও উন্নয়ন ব্যতিরেকে বিশ্বের উন্নত দেশগোলোর সাথে বাংলাদেশের তুলনা করা অসম্ভব। বাস্তবতা অনুধাবন করে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে, আমাদের প্রত্যাশা।

এম এ বুলবুল ইসলাম।
ডাবলিন, আয়ারল্যান্ড।
০৩৷০২৷২০২১

Facebook Comments Box