দেখিব নির্বাচনে, কে হারে কে জেতে, ভোট হইলে শেষ

0
782
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প

আজ যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের দিন। যদিও এর মধ্যে প্রায় ১০ কোঠি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছে। তবুও নির্বাচনের সব ভোট গণনা হতে কয়েকদিন লেগে যেতে পারে, সুতরাং আমেরিকার ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে তা জানা যাবে কয়দিন পর। নির্বাচন আজকে তেসরা নভেম্বর হলেও অনেক অঙ্গরাজ্যে পোস্টাল ব্যালটে ভোট হবে, যার কারণে ভোট জমা হতে বেশ কিছু সময় লেগে যেতে পারে। 

বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এর সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। দেশজুড়ে জনমত জরিপে দেখা যাচ্ছে জো বাইডেন এগিয়ে রয়েছেন। কিন্তু আমেরিকার নির্বাচন প্রক্রিয়াটা একটু ভিন্ন। জনগণের সরাসরি ভোটেই কেবল প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। ইলেকটোরাল কলেজ নামে পরিচিত একদল কর্মকর্তার ভোটও এখানে ভূমিকা রাখে। 

নানা কারণে এবারের নির্বাচনটা বিতর্কিত ও ঐতিহাসিক হয়ে উঠেছে। শুধু আমেরিকানরাই না, সারা বিশ্ব তাকিয়ে থাকে আমেরিকান নির্বাচনের ফলাফলের দিকে। ঐতিহাসিক এই নির্বাচনের ফলফল কি হয় তাই দেখার অপেক্ষা।

‘’ট্রাম্প – বাইডেন লড়িতেছে বেশ; দেখা যাবে, কে জেতে কে হারে, ভোট হইলে শেষ’’। 

Facebook Comments Box