তিনটি বাচ্চার জন্যে জরুরি ভিত্তিতে ফস্টার কেয়ারার আবশ্যক (TUSLA)

0
874

তিনটি বাচ্চার জন্যে জরুরি ভিত্তিতে ফস্টার কেয়ারার আবশ্যক (TUSLA)


 

TUSLA: চিলড্রেন এন্ড ফ্যামিলি সার্ভিস থেকে বিশেষ আপিল: আস্সালামুআলাইকুম সম্মানিত কমিউনিটির সদস্যবৃন্দ, আমাদের বাংলাদেশী বংশধর তিনটি বাচ্চার (৪ , ৭, ১০ বছর বয়সী তিন ভাই) এর জন্যে জরুরি ভিত্তিতে ফস্টার কেয়ারার (পালক পিতামাতার/কেয়ারার) এর প্রয়োজন। Tusla রাষ্ট্রীয়ভাবে কোনো আগ্রহী বা প্লেসমেন্ট খুঁজে পেতে এখন পর্যন্ত অক্ষম বলে জানান।

তারা অনোরুধ করেছেন আমাদের কমিউনিটি থেকে যদি কেউ সত্যিকারের আগ্রহী (স্থায়ী/অস্থায়ী) থেকে থাকেন তাহলে তাদেরকে সিদ্ধান্ত নিতে বিস্তারিত তথ্য জানানো হবে। বাচ্চাদের সবাই বাংলায় কথা বলতে পারে এবং TUSLA এর রিপোর্ট মোতাবেক তারা মনোরম শিশু, একজন অন্যজনকে অনেক ভালোবাসেন, তাদের স্কুল থেকেও ভালো রিপোর্ট রয়েছে।

আদর্শগতভাবে তাদেরকে ডাবলিন এবং এর আশেপাশের কাউন্টিতে রাখার চেষ্টা করা হবে । পরিস্থিতির জরুরী বিবেচনায় বাচ্চাদের আলাদা/পৃথক স্থান নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

আপনার আগ্রহ প্রকাশ করার জন্যে বা প্রাথমিক কন্টাক্ট এর জন্যে ইমেইল করতে পারেন alkhidmahireland@gmail.com

Tusla এর অনুরোধক্রমে- বার্তাপ্রেরক: সাইফুজ্জামান খান

Facebook Comments Box