খালেদা জিয়ার মুক্তির ঘোষণায় স্বস্তি, করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতার আশ্বাস তারেক রহমানের

0
1065

খালেদা জিয়ার মুক্তির ঘোষণায় স্বস্তি, করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতার আশ্বাস তারেক রহমানের

খালেদা জিয়ার মুক্তির ঘোষণায় স্বস্তি, করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতার আশ্বাস তারেক রহমানের
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির ঘোষণায় শোকরিয়া আদায় করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‌খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে দেয়া এক ভিডিও বার্তায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি।

মহামারি করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলেও এই মহামারি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি।

তিনি অনতিবিলম্বে এই মহামারির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে দেশবাসীকে এই রোগ থেকে বেঁচে থাকতে সামাজিক মেলা-মেশার উপর বিধি নিষেধ মেনে চলার জোর তাগিদ দেন তিনি।

জনগণকে ঐক্যবদ্ধভাবে ধৈর্য্য ও সাহসকিতার সাথে এই বিপর্যয় মোকাবিলার উদাত্ত আহবান জানান তারেক রহমান।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here