কারাগা‌রে কোরআন তিলাওয়াত ক‌রে বিখ‌্যাত হ‌য়ে উঠা এক যুব‌কের গল্প

0
1034
Syed Atikur R Shahi- Irish Bangla Times
সৈয়দ আতিকুর রব - আইরিশ বাংলা টাইমস
Syed Atikur R Shahi- Irish Bangla Times
সৈয়দ আতিকুর রব – আইরিশ বাংলা টাইমস:

যার নাম “নাফিস ইয়াকুব”, তি‌নি একজন থাই মুস‌লিম যুবক । যিনি কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ ক‌রে‌ছি‌লেন । এক‌টি জায়গায় কিছু দিন গোপ‌নে কাজ করার পর গ্রেপ্তার হওয়ার ভয়ে ‌সেই জায়গা ত‌্যাগ ক‌রে তি‌নি চ‌লে যান অন‌্য স্হা‌নে । একদিন নিজের লুকানো জায়গা থে‌কে খাবার কেনার জন‌্য রাস্তায় বের হ‌লে প‌থে তার সা‌থে প‌রিচয় হয় মালো‌য়ে‌শিয়ার এক পুলিশ কর্মকর্তার । প‌রিচ‌য় সংক্রান্ত জিজ্ঞাসাবা‌দের এক পর্যা‌য়ে ওই পু‌লিশ কর্মকর্তা না‌ফিস‌ ইয়াকুব‌‌কে’ নি‌য়ে যান থানা হাজতে । থানা হেফাজতে থাকা অবস্হায় তিনি পু‌লি‌শের কা‌ছে স্বীকার করেন যে তিনি একজন থাই নাগ‌রিক । বেকার‌ত্বের কার‌ণে অবৈধভাবে তি‌নি মালয়েশিয়ায় এসেছেন কাজের সন্ধা‌নে । অ‌বৈধ ভা‌বে মা‌লো‌য়ে‌শিয়া প্রবে‌শের কার‌ণে পুনরায় থাইল‌্যান্ডে ফেরত পাঠা‌নোর জন‌্য তা‌কে থানা হেফাজ‌ত থে‌কে কারাগা‌রে প্রেরন করা হয় । ওই সময় জেলখানার ভেতর খুব গরম ছিল এবং কারাগারের নির্জন প্রকোষ্টের ছাদে কোন ফ‌্যান ছিলনা । গর‌মে অ‌তিষ্ট হ‌য়ে না‌ফিস তার শার্টটি খুলে নি‌জে‌কে বাতাস কর‌তে থা‌কেন ।

কারা অন্তরী‌নের প্রথম দি‌নে তাহা‌কে খাবা‌রের জন‌্য দীর্ঘক্ষণ অ‌পেক্ষা কর‌তে হ‌য়ে‌ছিল জে‌লের ভেতর। পে‌টে ক্ষুদা নি‌য়ে না‌ফিস যন্ত্রনায় কাতরা‌চ্ছি‌লেন । ত‌বে না‌ফি‌স ইয়াকু‌বের খুব এক‌টি স‌ন্দুর কন্ঠ ছিল । খাবা‌রের জন‌্য অ‌পেক্ষার ফাঁ‌কে তি‌নি খাবা‌রের রু‌মে কোরআন তিলাওয়াত শুরু ক‌রেন । তার কন্ঠ‌টি এত সুমধুর ছিল যে কর্তব‌্যরত একজন পু‌লিশ সদস‌্য কোরআন তিলাওয়া‌তে মুগ্ধ হ‌য়ে সে‌টি ভি‌ডিও রেকর্ড ক‌রেন এবং ভি‌ডিও‌টি তি‌নি ইন্টার‌নে‌টে ছেড়ে দেন । না‌ফি‌সের সূমধুর ক‌ন্ঠে হৃদয়স্পর্শী কোরআন তিলাওয়া‌তের ভি‌ডিও‌টি প্রচুর প‌রিমাণ ভাইরাল হয় এবং রাতারা‌তি তি‌নি মা‌লো‌য়ে‌শিয়াতে জন‌প্রিয় হ‌য়ে উ‌ঠেন । অব‌শে‌ষে ‌জেল কর্তৃপ‌ক্ষের সুপা‌রি‌শে উর্দ্বধন কর্তৃপক্ষ তাহা‌কে মু‌ক্তি দেন । জেল থে‌কে ছাড়া পাবার পর না‌ফিস ইয়াকুব মা‌লো‌য়ে‌শিয়ার একটি মসজিদের ইমাম নিযুক্ত হন । সুমধ‌ুর তিলাওয়া‌তের জন‌্য মিষ্ট ভা‌ষি না‌ফিস বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতা থে‌কে ‌বেশ কয়েকটি পুরষ্কার জিতে নেন । না‌ফিস শুধূ মস‌জি‌দের ইমা‌মের ভীতর নি‌জে‌কে অাবদ্ধ রা‌খেন নি । ছদকা‌য়ে জা‌রিয়ার কা‌জে অাত্ব‌নি‌য়োগ ক‌রেন নি‌জে‌কে । বার্মার নির্যা‌তিত রে‌হিঙ্গা মুস‌লিম শরণার্থী‌দের পাঁ‌শে দাঁড়ান তি‌নি । পুরস্কা‌র থে‌কে অ‌র্জিত অর্থ সহ তার বেত‌নের অর্থ থে‌কে প্রচুর অনুদান বি‌ভিন্ন সম‌য়ে রে‌হিঙ্গা মুস‌লিম‌দের জন‌্য বি‌লি‌য়ে দেন না‌ফিস ইয়াবুব । ভি‌ডিও ভাইরা‌লে জন‌প্রিয় হ‌য়ে উঠা সেই না‌ফিস ইয়াকুব আজ মা‌লো‌য়ে‌শিয়ার অন্যতম একজন বিখ্যাত ইমাম ।

সূত্র : মুস‌লিম প্লেয়ার্স
সৈয়দ অা‌তিকুর রব
অনলাইন এ‌্যা‌ক্টি‌িভিস্ট

Facebook Comments Box