করোনার মাঝেই মধ্যরাতে বাংলাদেশ ছাড়লেন ৩০১ মার্কিন নাগরিক

0
791
Dhaka Airport @ Irish Bangla Times
Dhaka Airport @ Irish Bangla Times

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই মধ্যরাতে বাংলাদেশ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ৩০১ জন নাগরিক। মঙ্গলবার রাত পৌনে ১২ টায় ওমনি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয় । যুগান্তরকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান।
তিনি বলেন, রাত ১১ টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ৩০১ জন মার্কিন নাগরিক নিয়ে বিশেষ বিমানটি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে কিছুটা বিলম্বে মধ্যরাতে ছেড়ে যায়।
করোনাভাইরাসে বিমান চলাচল সীমিত হওয়ার পর এ নিয়ে চার দফায় নিজ দেশে ফিরলেন ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন নাগরিক নিজ দেশে ফিরেছেন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ, মারা গেছেন ২৮০৩জন। ৮ লাখ ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here