আয়ারল্যান্ডে নতুন আরেকটি ন্যাশনাল পার্কের শুভ সূচনা হতে যাচ্ছে

0
351

কাউন্টি মিথ এর বয়েন ভ্যালি (Boyne Valley) কে নতুন ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা হবে আয়ারল্যান্ডের সপ্তম ন্যাশানাল পার্ক।

কাউন্টি মিথ এর Dowth Hall এবং Demesne এর ৫০০ একর জমি রাষ্ট্র কর্তৃক খরিদ করা হয়। যার এক তৃতীয়াংশ হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ব্রু না বইন (Brú na Bóinn) এর অংশ।

Boyne Valley এবং Brú na Bóinn ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। প্রায় ৫০০০ বছরের ইতিহাস এর সাথে জড়িত রয়েছে।

খরিদকালে ৫০০ একর জমির বাজার মূল্য ছিল ১০ মিলিয়ন ইউরো।

ন্যাশনাল পার্ক ও জমি খরিদের ঘোষণা গতকাল শুক্রবার হেরিটেজ মিনিস্টার Darragh O’Brien ও হেরিটেজ বিষয়ক স্টেট মিনিস্টার Malcolm Noonan করেন।

ন্যাশনাল পার্কটি দুই বছরের মাস্টার প্লান হাতে নিয়েছে সম্পন্ন করতে। এর পর মানুষ বিনামূল্যে সেখানে ভ্রমণ করতে পারবে।

ন্যাশনাল পার্কটির কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন ঐ অঞ্চলের রূপ পরিবর্তন হয়ে যাবে। বহু পর্যটক আকর্ষণের এক অন্যতম অঞ্চল হিসেবে বিবেচিত হবে।

River Boyne
Facebook Comments Box