আইরিশ পার্লামেন্টে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা (ভিডিও)

0
918

আজকে ২৬ মার্চ আয়ারল্যান্ডের পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। ফিয়ানা ফয়েল এর কালচারাল এবং শিক্ষা প্যানেলের সিনেটর ম্যালকম বায়ার্ন এই শুভেচ্ছা প্রস্তাব উত্থাপন করেন।

তিনি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মরণ করে বক্তব্য প্রদান করেন। বাংলাদেশের কাউন্সিলর জনাব আজাদ তালুকদারকে অনুরোধ জানান বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য।

বলা বাহুল্য, আজ আয়ারল্যান্ডে, ‘’অল বাংলাদেশি এ্যাসোসিয়েশন আয়ারল্যান্ড’’ এর উদ্যেগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করে। এতে জনাব ম্যালকম বায়ার্ন অথিতি হিসেবে উপস্থিত থাকেন। অতিথি হিসেবে আরো উপস্থিত থাকেন মিনিস্টার নায়াল কলিন্স, ক্লাইমেট অ্যাকশন কমিটির ব্রায়ান লেডিন, লিমেরিকের ডেপুটি মেয়র জনাব আজাদ তালুকদার এবং কাউন্সিল্র জনাব কাজই আহমেদ ইমন উপস্থিত থাকেন। এছাড়াও উপস্থিত থাকেন বাংলাদেশের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Facebook Comments Box