অনিবদ্ধ – মনিরুজ্জামান শুভ্র

0
926
অনিবদ্ধ
অনিবদ্ধ

অনিবদ্ধ
মনিরুজ্জামান শুভ্র


 

উত্তাল সমুদ্র আর ভাঙ্গা জাহাজের
ভাঙ্গা মাস্তুল,আমৃত্যু দূর্বার লড়াই,
বারুদ জমিয়ে বুকে,হৃদয়ের ছাই ।
অশরীরী নগ্নদেহে উম্মাত্ত নৃত্যের,
মৃত কবিতা গুলোর দাফন নিঃশব্দে।
হেরেমের পর্দা উড়ে ছেড়া পাল হয়ে
জাহাজ ডুবির দ্বীপে অবধান ক্ষয়ে
উভচর ফুসফুস হয় বন্ধ বজ্র শব্দে।

জাহাজী নির্বাক এই ভবঘুরে ঝড়ে
বাতিঘর আলোহারা রহস্যের ঘোরে,
গহীনের শব্দ কানে পৌছানোর আগে
নিরুত্তর প্রশ্ন খেলে যৌবনের দাঁড়ে।
বিষাক্ত বাতাসে শ্বাস নিয়ে শূন্য ঘরে
প্রবল ঝড়ের ক্ষত শূন্য মনে লাগে।

টোলামোর, আয়ারল্যান্ড
০২/০৭/২০১৯ইং

Facebook Comments Box