স্বাস্থ্যবিধি না মানার দরুন ৭১ মসজিদ বন্ধ সৌদিতে

0
691


ছবিসুত্রঃ ইন্টারনেট , আইরিশ বাংলা টাইমস 

মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিষয়ক বিধিনিষেধ না মানার কারণে  ৭১টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে।

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ডা. আবদুল লতিফ আল আরাবিয়াকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানার কারণে কয়েকটি মসজিদ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ জন্য ৭১ টির   বেশি মসজিদ আবার বন্ধ করে দেয়া হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এই পরিস্থিতিতে চলতি বছরে হজ যাত্রীদের সংখ্যা কাটছাঁট করে হজ পালনের অনুমতি দেয়া হতে পারে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। অধিকাংশ হজযাত্রীই জেদ্দা হয়েই মক্কায় যান। সেই জেদ্দাতেও  লকডাউন ঘোষণা করা হয়েছে।

তাই চলতি বছরে কেবল প্রতীকী সংখ্যক লোককে হজ পালনের অনুমতি দেয়ার কথা ভাবছে সৌদি , অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা ও বিধিনিষেধের পাশাপাশি বয়স্ক লোকদের হজ পালনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

Facebook Comments Box