শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের পাইলটের মাঝ আকাশেই হার্ট অ্যাটাক

0
709
পাইলট নউশাদ আতাউল কাইয়ূম

শতাধিক যাত্রী নিয়ে ওমানের মাস্কাট থেকে ঢাকায় আসার পথে শুক্রবার সকালে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম।

ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসতেছিল। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বোয়িং ৭৩৭ বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আকাশ পথে বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ অসুস্থ হয়ে পড়ায় বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করে।

পরবর্তীতে বিমানটি মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপরে তাকে সেখানকার কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর জানা যায় পাইলট নওশাদ আতাউল কাইউম আকাশে থাকা অবস্থাতেই ‘হার্ট অ্যাটাক’ করেছিলেন। তিনি এখন ভারতের নাগপুরের হোপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার এনজিওগ্রাম করা হয়েছে।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটিতে ১২৪ জন যাত্রী ছিল। তারা সবাইই নিরাপদে ছিলেন।

Facebook Comments Box