আয়ারল্যান্ড জুড়ে আবারো লেভেল-৫ সতর্কতা জারি

0
787
Irish Bangla Times
Irish Bangla Times

আয়ারল্যান্ড জুড়ে লেভেল-৫ সতর্কতা জারি,চলবে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত – তিশখ মিহল মার্টিন।

সিলেট টু আয়ারল্যান্ড রিপোর্টঃ-নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস যুক্তরাজ্যে আঘাত হানার পর থেকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আয়ারল্যান্ড খুব সতর্ক অবস্থানে ছিল, কিন্তু বড় দিনের ছুটি উপলক্ষে লকডাউন চলছিল ঢিলেঢালা ভাবে।প্রতিদিনই জ্যামিতিক হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, আজ বুধবার স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭১৮ জন। করোনার উপসর্গ নিয়ে আজ মৃত্যু বরণ করেছেন ১৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবার পূর্বেই আইরিশ প্রধানমন্ত্রী ন্যাশনাল পাবলিক হেলথ ইমারজেন্সী টিমের পরামর্শে জরুরী ভিত্তিতে লেভেল -৫ লকডাউন ঘোষণা দিয়েছেন।পূর্ণমাত্রার লেভেল-৫ চলমান থাকবে জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত।প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারীর ১১তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, অত্যাবশকীয় জীবন রক্ষাকারী পণ্য বা সেবা ব্যতীত সকল বিপনী বিতানগুলো ও শরীর চর্চা কেন্দ্র আগামী বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে।সর্বোচ্চ ৫ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা আজ মধ্যরাত থেকে আবারও কার্যকর করা হচ্ছে, পারিবারিক ভ্রমণে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তবে বয়স্কদের দেখাশোনা কিংবা সেবা সুশ্রুষার কাজে ভ্রমণ এ নিষেধাজ্ঞার বাহিরে রাখা হয়েছে।

বিবাহ অনুষ্ঠানে একসাথে ৬ জন পারিবারিক সদস্য ও বন্ধু-বান্ধব মিলিত হতে পারবেন তবে শেষকৃত্য অনুষ্ঠানে ১০ জন একত্রিত হবার অনুমোদন দেয়া হয়েছে।ডিপার্টমেন্ট অব হাউজিং এর পক্ষ থেকে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারী ১০ তারিখ পর্যন্ত সব ধরণের বাড়াটিয়া চুক্তি কিংবা বাড়াটিয়া উচ্ছেদ নোটিশ স্থগিত রাখা হয়েছে।যুক্তরাজ্য থেকে আসা সবধরনের বিমান ফ্লাইট ও ফেরী চলাচলে নিষেধাজ্ঞা জানুয়ারীর ৬ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।দক্ষিণ আফ্রিকা থেকে আয়ারল্যান্ডে সব ধরণের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস সাউথ ইস্ট ইংল্যান্ডে ধরা পড়ার পর দ্রুত সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য থেকে আয়ারল্যান্ডে ফেরী ও বিমান ফ্লাইট ৩১ শে ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে ছিল।ধারণা করা হচ্ছে নতুন বৈশিষ্ট্যের এই করোনা ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে এবং আয়ারল্যান্ডে ইতোমধ্যে এর অস্থিত্ব ধরা পড়েছে।

ওবায়দুর রহমান রুহেল
সূত্র আইরিশ টাইম।

Facebook Comments Box