গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ফাঁসি অত্যন্ত একটি ভুল কাজ। এর চেয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন।
তিনি বলেন, ন্যায়বিচার কোনো কঠিন কাজ না। দ্রুত ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করলে ১৫ দিন বা ৭ দিনের মধ্যেই যারা ধর্ষক তাদের ৮০ ভাগ ধরা পড়ে যাবে। তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার করেন। আর যারা ধরা পরবে না তাদের জন্য আলাদা মামলা করেন। তাহলে দেখবেন দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক শোক সভায় তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, কত দ্রুত একটা আইন করে ফেলল ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। এটা কোনো উত্তর হতে পারে না। এটা শুধুমাত্র ডাইভারসন, এটা পথকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া। আসলে এর প্রতিকার কী? এর প্রতিকার হল ন্যায়বিচার। আর এ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।