সৈয়দ আতিকুর রব : প্রধানমন্ত্রী লিও ভারদাকার আজ গণমাধ্যমেকে দেওয়া ব্রিফিং কালে তিনি উল্লেখ করেন যে দুই মিটারের সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কোন পরিবর্তন সহসাই আসছে না আয়ারল্যান্ডে ।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) এক সুপারিশে প্রয়োজনে সামাজিক দূরত্ব বাজয় রাখার ক্ষেত্রে দুই মিটার থেকে এক মিটারে কমিয়ে আনার পক্ষে কোবনেটের কিছু মন্ত্রীদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেন।
লিও ভারাদাকার এই ধরণের ধারণাকে নাকচ করে দিয়ে বলেন রাষ্ট্রে আরোপিত সামাজিক দূরত্বের নির্দেশনা যথাযথভাবেই বলবৎ থাকবে।
প্রেস বিফ্রিং – এ স্বাস্হ্যমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, আয়ারল্যান্ডের মানুষের কাছে ডাক্তারদের পরামর্শ হচ্ছে লোকেরা নিজেকে নিরাপদ এবং সুস্থ রাখার জন্য তাদের অন্যদের থেকে দুই মিটার দূরে রাখা প্রয়োজন ।
প্রধান মেডিকেল অফিসার ডাঃ টনি হোলোহান পরের সপ্তাহে জনস্বাস্হ্য বিষয়ক পরবর্তী ব্রিফিং দিবেন বলে সূত্র থেকে জানা য়ায় ।
সূত্র : আইরিশ জার্নাল