দিদির কাছে মোদীর হার

0
865

‘বাংলা নিজের মেয়েকেই চায়’, একুশের নির্বাচনে এমন রায়ই দিয়েছেন বঙ্গবাসী। বিপুল ভোটে জিতে বাংলার ক্ষমতা থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাতে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

‘একপায়ে বাংলা দখল করব আর দু’পায়ে দিল্লি’। ভোট প্রচারের জনসভা থেকে এভাবেই মোদি সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি হস্তক্ষেপ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে কলকাতা শহর থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে নির্বাচনী প্রচারাভিযানে জনসভায় রাজ্যের মানুষের কাছে ভোট চাইলেন সরাসরি মমতা ব্যানার্জির প্রতি ইঙ্গিত করে।

“আপনারা তাকে ১০ বছর কাজের সুযোগ দিয়েছেন, এবার আমাদের সুযোগ দিন,” মি. মোদী বললেন।

বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার এই রাজ্যে এসে সভা করেছেন,

‘একপায়ে বাংলা দখল করব আর দু’পায়ে দিল্লি’। – মমতা 

এক দশক ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন দৃপ্ত রাজনীতিক মমতা ব্যানার্জির নেতৃত্বে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আরেক পরিচয় “দিদি” নামে।

তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির এই হারকে, মমতার সাথে মোদীর হার হিসেবেই দেখা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ২০১১ সালে ক্ষমতায় এসে ইতিহাস গড়েছিলেন মমতা। ২০১৬ সালে সবুজ ঝড়ে উড়ে গিয়েছিল বিরোধীরা। সেই মমতা সাম্রাজ্যের পতন ঘটাতে এবার একের পর এক বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা এসে বঙ্গে প্রচার করেছেন।

Facebook Comments Box