ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান লাপাত্তা

0
786
শ্রীবিজয়া এয়ার কোম্পানির একটি উড়োজাহাজ নিখোঁজ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পরপরই ৬২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় শ্রীবিজয়া এয়ার কোম্পানির বোয়িং ৭৩৭ ফ্লাইটটি। জাকার্তা থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, উড়োজাহাজটি ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।

কোন এক প্রত্যক্ষদর্শী নাকি অন্তত একটি বিষ্পোরণ এর শব্দ শোনা যায়। এরই মধ্যে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ধ্বংসস্তূপের ছবি দেখতে পাওয়া গেছে।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে জাকার্তা থেকে লায়ন এয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট উড্ডয়নের ১২ মিনিট পর সাগরে গিয়ে পড়ে এবং উড়োজাহাজের ১৮৯ জন আরোহী নিহত হন।

Facebook Comments Box