ইতিহাস গড়েছেন বাংলাদেশি তরুণ তাহসিন প্রিয়। স্প্যানিশ ফুটবল দল মালাগা সিটি এফসির অ্যাকাডেমিতে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বাংলাদেশর ইতিহাসে প্রথম কোনও ফুটবলার হিসেবে স্পেনের ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হলেন তিনি।
মালাগা সিটি এফসির সঙ্গে ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ১৯ বছর বয়সী এই রাইট উইঙ্গার। ঢাকায় বেড়ে ওঠা তাহসিন স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী ছিলেন। নিজের ফুটবল কৌশলের ভিডিও দেখিয়ে স্প্যানিশ ক্লাবটির নজর কেড়েছেন তিনি।
মালাগার লজিস্টিকস অপারেশন ম্যানেজার ইভান পাররা অরটিজি বিষয়টি ইন্সটাগ্রামে নিশ্চিত করেছেন। পোস্টে তিনি বলেন, মালাগা সিটি এফসি ২০২০/২১ মৌসুমের জন্য বাংলাদেশের তাহসিন প্রিয়র সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত। স্বাগতম তাহসিন।
বর্তমানে মালাগাতেই অবস্থান করছেন তাহসিন। ভিসা জটিলতার কারণে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হয়েছে তাকে। শিখতে হচ্ছে স্প্যানিশ ভাষাও।