আয়ারল্যান্ডে লকডাউনের পর আগামীকাল আবারও খুলছে ব্যাবসা প্রতিষ্ঠান।

0
878

আয়ারল্যান্ডে লকডাউনের পর আগামীকাল আবারও খুলছে ব্যাবসা প্রতিষ্ঠান।

আয়ারল্যান্ডে দীর্ঘ দিন লকডাউন এর পর আগামীকাল খুলবে অধিকাংশ ব্যাবসা প্রতিষ্ঠান। আয়ারল্যান্ড সকল খুচরা ব‌্যবসায়ী এবং স্থানীয় এলাকা ভিত্তিক ব্যাবসায়ীরা আগামীকাল তাদের ব‌্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। হেয়ারড্রেসার, বিউটি সেলুন, জিম এবং সিনেমাহল গুলি আগামীকাল থেকে আবার খুলতে পারে। এদিকে রেষ্টুরেন্টের মালিকগন আগামি শুক্রবার থেকে তাদের রেস্তোঁরা ও পানশালার মালিকরা তারে পানশালা (BAR) খোলার জন্য প্রস্ততি নিচ্ছে।

এদিকে আইরিশ উপ- প্রধানমন্ত্রী লিওভারাতকার বলেছেন যে সরকার যতক্ষণ পর্যন্ত সম্ভব দেশটি লকডাউ লেভেল-থ্রী এর বিধিনিষেধ আরোপ করে রাখতে চায়। তবে লিও ভারাতকার আরো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ভবিষ্যতে লকডাউন এর সিদ্ধান্তগুলি কীভাবে আসবে তা আসছে সপ্তাহগুলিতে আইরিশ জনগন কি ভাবে বিধিনিষেধ গুলো মেনে চলে তার উপর নির্ভর করবে ।

Facebook Comments Box