আয়ারল্যান্ডে বাংলাদেশী এম্বেসী চালু করার জন্য সুপারিশ করতে ডাবলিন আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল গত ১৭ই সেপ্টেম্বর লন্ডন সফর করেন।
তাঁরা গ্রোসভেনর স্ট্রিটের ম্যারিয়ট হোটেলে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন চৌধুরী সাহেবের সাথে আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এম্বাসি সংকান্ত বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় দ্রুত সহযোগিতা করবেন বলে আয়ারল্যান্ডবাসীকে আবারও আশ্বস্ত করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিএস ওয়ানের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে স্ব-বিশেষ অনুরোধ করা হয়।
ডাবলিন আওয়ামী লীগ ও আয়ারল্যান্ড আওয়ামী লীগ সর্বদাই বাংলাদেশ এম্বাসি স্থাপন প্রসঙ্গে আয়ারল্যান্ডে বাংলাদেশীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন আইরিশ বাংলা টাইমসকে।
প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি হস্তান্তর করে যার অনুলিপি আইরিশ বাংলা টাইমসের পাঠকদের জন্য তুলে ধরা হলো নিন্মের লিংককে।
DA-Lতথ্যসূত্রঃ ডাবলিন আওয়ামিলীগের ওয়েবসাইট ও ডাবলিন আওয়ামিলীগের সভাপতি ফিরোজ হোসাইন।