আয়ারল্যান্ড সহ কোরনার নতুন ভাইরাসে আক্রান্ত দেশগুলির যাত্রীদের নিষিদ্ধ করছে জার্মানি

0
782

জার্মানি আয়ারল্যান্ড সহ কোভিড -১৯ এর নতুন ভাইরাস দ্বারা আক্রান্ত দেশগুলির যাত্রীদের নিষিদ্ধ করছে।

এই নিষেধাজ্ঞা, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী থাকবে, শুক্রবার সন্ধ্যায় দেশটির সরকার থেকে এই ঘোষণা আসে।

জার্মানি বলেছে, “জার্মানির মানুষদের সুরক্ষা দেওয়ার এবং নতুন ভাইরাসটি যাতে দেশটিতে প্রবেশ ও দ্রুত ছড়াতে না পারে এবং সংক্রামনকে সীমাবদ্ধ রাখার জন্য এই পদক্ষেপ নেয়া জরুরি ছিল” বলে একটি সরকারি আদেশে একথা বলা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, পর্তুগাল, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা, পাশাপাশি দক্ষিণ আফ্রিকার লেসোথো এবং ইসওয়াতিনি রাজ্যের যাত্রীরা নিষেধাজ্ঞার আওতায় পরবেন।

বিধিনিষেধ গুলি বিমান, বাস, রেল ও সমুদ্রে পথকে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এর মধ‌্যে কিছু ব্যতিক্রম থাকবে বলে বলা হয়েছে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন: Germany to ban passengers from Ireland and other countries affected by Covid-19 variants from tomorrow https://jrnl.ie/5339969

Facebook Comments Box