আইরিশ রেসিডেন্স পারমিটধারীদের কি Re-entry ভিসা নিতে হবে?

0
792

আইরিশ রেসিডেন্স পারমিটধারীদের কি Re-entry ভিসা নিতে হবে? এই প্রশ্নটি প্রায়ই অনেকে করে থাকেন।

Re-entry ভিসার বিলুপ্তি হয়েছে গত বছর
২০১৯ সারে ১৩মে। তখন থেকে আয়ারল্যান্ডে বসবাসরত Stamp-4 বা আইরিশ রেসিডেন্স পারমিটধারীদের যাদের প্রয়োজনীয় বৈধ আইআরপি / জিএনআইবি কার্ড (valid IRP/GNIB card) আছে সেই সকল নাগরিকদের আয়ারল্যান্ড থেকে ভ্রমণের জন্য এবং পুনরায় আয়ারল্যান্ডে প্রবেশ জন‌্য Re-entry ভিসার প্রয়োজন হবে না। তাদের জন‌্য valid IRP/GNIB card (আইআরপি / জিএনআইবি কার্ড) এবং পাসপোর্ট যথেষ্ট হবে। অন্যান্য EU সদস্য দেশগুলির সাথে মিল রেখে সমপর্যয়ে নিয়ে আসার জন‌্য আয়ারল্যান্ডকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়েছিল।

ধারনা করা যায় এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর বছরে প্রায় চল্লিশ হাজারের বেশি লোক এর থেকে উপকৃত হবেন।

Re-entry ভিসা বাতিলের বিস্তারিত ও প্রয়োজনীয় তথ‌্যের জন‌্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন:
http://www.inis.gov.ie/en/INIS/Pages/abolition-of-adult-re-entry-visas

Facebook Comments Box