আইরিশ বাংলা টাইমস একাডেমির এরাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স

0
868
IBT Academy
IBT Academy
IBT Academy
IBT Academy

আসসালামু আলাইকুম,

অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, আয়ারল্যান্ডের কমিউনিটি পত্রিকা “আইরিশ বাংলা টাইমস” এর সৌজন্যে “আইরিশ বাংলা টাইমস একাডেমির” কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এই একাডেমির আওতায় প্রাথমিক ভাবে দুইটি বিশেষায়িত কোর্স পরিচালিত হবে। যার একটি কোর্স কুরআনের ভাষা “এরাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স” যা সম্পন্ন করলে প্রতিটি শিক্ষার্থী কোরআন শরীফের অর্থ বুঝতে পারবে। কোর্সটিতে মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুসরণ করে অনলাইনে লাইভ পাঠদানের সাথে সাথে ভিডিও ও পাঠ্যবই এবং নোট অনুসরণ করা হবে। এই কোর্সে অংশগ্রহন করতে আগ্রহী প্রার্থীগণের অবশ্যই কোরআন শরীফ দেখে দেখে পড়ার সামর্থ্য থাকতে হবে। বর্তমানে এটি পরিচালিত হবে সপ্তাহে একদিন রবিবার দুপুর বারোটায় শুরু করে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত। ইতোমধ্যে দশজন আগ্রহী প্রার্থী তাদের স্থান বুক করেছে। আর কয়েকটি শ্লট এখনো খালি আছে। নুতন কোন আগ্রহী প্রার্থী থাকলে অথবা বিস্তারিত জানার থাকলে অবশ্যই আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন।

দ্বিতীয় কোর্স “বাংলা ভাষা”। যে সমস্ত শিশু আয়ারল্যান্ডে জন্ম গ্রহণ করেছে অথবা বেড়ে উঠেছে এবং বাংলা পড়া ও লেখাতে দুর্বল তাদের জন্য নির্দিষ্ট করে এই কোর্সটি তৈরী করা হয়েছে। এই কোর্সটির কারিকুলাম সহ সকল গুরুত্বপূর্ণ বিষয় খুব শীঘ্রই জানানো হবে। বিস্তারিত জানতে চোখ রাখুন আইরিশ বাংলা টাইমসে অথবা আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।

আব্দুর রাহিম ভূঁইয়া

Facebook Comments Box