আইরিশ নির্বাচনে Exit Poll কি এবং শেষ হাসি হাসবে কে

0
812

আয়ারল্যান্ড এ নির্বাচনের উপর নির্বাচনের আগে ও পরে বিভিন্ন রকমের জরিপ চালানো হয়। নির্বাচনের আগে চালানো জরিপকে Opinnion Poll এবং নির্বাচনের পর চালানো জরিপকে Exit Poll বলা হয়। তদ্রুপ এবারের নির্বাচনের বেলায়ও তার ব্যতিক্রম হয় নি। এবারের এক্সিট পোল এর রেজাল্ট জনমনে চাঞ্চল্য সৃষ্টি করে যা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিলো।

ভোটার রা যখন ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসে তখন তাদেরকে আলাদা ভাবে একটি সাক্ষাৎকারের মাধ্যমে ভোটার রেজাল্ট কি হবে সে রকম একটি জরিপ আন্দাজ করা হয়। যার ফলাফল আমরা দেখতে পাই ফিনেগেইল, সিন ফেইন ও ফিয়ানা ফাইলে দানকৃত ভোটের অনুপাত খুবই কাছাকাছি। সংখ্যাটি ২২ এর কিছু উপরে। Exit Poll এর এই সাক্ষাত্কার পরিচালিত হয় দেশ ব্যাপী মোট ৫,৩৭৬ জন ভোটারের উপর। সারা দেশের ৩৯ টি নির্বাচনী এলাকার মোট ২৫০ টি কেন্দ্রে এই জরিপ চালায়। গড়ে প্রতিটি কেন্দ্র ২২ জন করে সাক্ষাৎকার নেওয়া হয়।

সুতরাং আমরা এক্সিট পোলকে ততটা গুরুত্ব না দিলেও এটি একটি আন্দাজ করার মাধ্যম মাত্র। নির্বাচন পরবর্তী দিন ফলাফল ঘোষণার পূর্বে কয়েক দফা প্রাপ্ত ভোট গণনা করা হয়। এবং সেই রেজাল্টই ফুল এন্ড ফাইনাল।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here