T20 বিশ্বকাপ এর পর্দা উঠল আজ থেকে -ক্রীড়াসূচি

0
564

পর্দা উঠল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হল বিশ্বকাপ। প্রথম দিনের খেলায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের।

২০২০ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। তবে করোনাভাইরাসের কারণে সেটা পিছিয়ে গেছে ২০২২ সাল পর্যন্ত। অস্ট্রেলিয়ার পর ভারতে হওয়ার কথা ছিল এ টুর্নামেন্ট, সেটাই হচ্ছে এখন।

আজ শুরু হলো ১৬ দলের টুর্নামেন্টের প্রথম পর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে এ পর্বে খেলছে বাংলাদেশসহ আটটি দল। দুই গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার‍ টুয়েলভে, সেখানে আগে থেকেই আছে আটটি দল।

বিশ্বকাপের গ্রুপ বিভাগ:-

গ্রুপ-এ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নমিবিয়া।
গ্রুপ-বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান।

সুপার টুয়েলভ গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ-এ’র চ্যাম্পিয়ন, গ্রুপ-বি’র রানার্স।

সুপার টুয়েলভ গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ-এ’র রানার্স, গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন।

প্রথম রাউন্ডের ক্রীড়াসূচি:-

১৭ অক্টোবর, রবিবার:-
ওমান বনাম পাপুয়া নিউ গিনি (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড)
বাংলাদেশ বনাম স্কটল্যান্ড (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড)

১৮ অক্টোবর, সোমবার:-
আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস (আবু ধাবি)
নমিবিয়া বনাম শ্রীলঙ্কা (আবু ধাবি)

১৯ অক্টোবর, মঙ্গলবার:-
পাপুয়া নিউ গিনি বনাম স্কটল্যান্ড (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড)
ওমান বনাম বাংলাদেশ (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড)

২০ অক্টোবর, বুধবার:-
নমিবিয়া বনাম নেদারল্যান্ডস (আবু ধাবি)
আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা (আবু ধাবি)

২১ অক্টোবর, বৃহস্পতিবার:-
বাংলাদেশ বনাম পাপুয়া নিউ গিনি (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড)
ওমান বনাম স্কটল্যান্ড (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড)

২২ অক্টোবর, শুক্রবার:-
আয়ারল্যান্ড বনাম নমিবিয়া (শারজা)
নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা (শারজা)

 

Facebook Comments Box