ফিরে এসো হে অতীত -এম এ গফ্ফার

0
851
MA Gaffer

ফিরে এসো হে অতীত


স্বর্ণালী অতীত তুমি চলে গিয়েছ,
অনেক, অনেক দূর দূরান্তে।
এই চলে যাওয়া স্মৃতিময় দিনগুলো
আজো মনের ভাবনায় স্মরণ করি।
হে অতীত তোমার হারানো স্মৃতি
আজো মনের ভাবনায় কথা বলে।
হে আমার ভোরের পাখি ডাকা
হারিয়ে যাওয়া সুন্দর প্রভাত, সোনালী বিকেল।
আজো স্মৃতিময় প্রভাতে প্রকৃতির
দৃশ্যের মধ্যে খুজেজে পাই তোমাকে।
হে আমার চাঁদনি রাতের তারা ভরা সেই সে নীল আকাশ।
আজো সেই হারানো চাঁদনি রাতে
মুক্ত মাঠে বসে গল্প করার স্মৃতিময় দিনগুলো
আমাকে পিছু ডাকে।
হে আমার হারানো দিনের খেলার প্রিয় সাথী।
কালের বির্বতনে তোমরা কোথায়
যেন হারিয়ে গেলে জীবন পথের অজানা সুদূর দেশে।
আমি আজো দূর প্রবাসে থেকে
ভাবনার অজান্তে স্মরণ করি,
সেই হারানো প্রিয় সাথীকে।
হে আমার প্রিয় ক্যারাম খেলার সাথী
তোমরা আমাকে ছেড়ে কোথায় যেন
হারিয়ে গেলে জিবনের অজানা পথে।
আজো তোমাদের সাথে থাকা বাল্য স্মৃতি।
দৃশ্যগুলো প্রবাসের নিরব মুহূর্তে
মনের ভাবনায় স্মরণ করি।
আমার গোবিন্গঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের প্রাণের ক্লাসমেট।
তোমাদের ছেড়ে ইংল্যান্ডের প্রবাস জীবনে আমি,
কতদিন পাইনা তোমাদের, পাইনা সেই হারানো ভালবাসা।
প্রবাসের কর্ম ব্যাস্ত মুহূর্তেও
মনের আকুল ভাবনায় ভাবি
তোমাদের স্মৃতি কথা।
হে আমার আদর্শ গুরুজন,
শিক্ষা অর্জনে চির কৃতজ্ঞতায় আজো স্মরণ করি
আপনাদের অনেক স্মৃতিকথা।
হে আমার হারানো যুগের শত শত
প্রানের সাথী, বন্ধু ও প্রাণের কৃতিত্ত্বভাজন,
আমি আজো তোমাদের সু পরিচিত
মুখের দৃশ্য স্মরণ করি দিবসও রজনী।
হে আমার অগণিত প্রিয় চেনা মুখ
তোমরা সবাই বহমান নদীর স্রোতধারার মতোই
চলে গেলে চোখের আড়ালে।
তোমাদের হারিয়ে শূন্য মনের সমবেদনায়
ভাবি জীবন থেকে চিরতরে চলে যাবার দৃশ্য ভাবনা।
জীবন চলার পথে,অবশ্যই জিবনের
কোন এক মুহূর্তে আমি ও চলে যাবো অজানায় ।
জীবন চলার বহমান ধারায় কেহ স্মরণ করবে কি ?
আমার ভাবনার কথাগুলো ?
হে আমার প্রিয় মাতৃভূমির পথ,
ও প্রান্তরে ঘুরে বেড়ানোর স্মৃতিদৃশ্য।
আমি আজো প্রবাসের নিরব রজনীত
ভাবি সেই সোনালী দৃশ্য, প্রকৃতির স্মৃতি।
কালের চিরন্তন ধারায় যুগে যুগে
প্রবাহিত হয়ে থাকবে জীবন পথের গতি।
জীবন স্রোতের সাথে মিশে শেষ হয়ে যাবে
মহামানবের প্রাণের গতি।

বি:দ্র: স্মরণে মৃত্যুযাত্রী অগণিত প্রিয়জন।

প্রবাসী-ডার্নাল, শেফিল্ড, ইংল্যান্ড।

Facebook Comments Box