EMA জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনে ঝুঁকির চেয়ে উপকার বেশি

0
787

ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির (ইএমএ) প্রধান এমার কুক বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি। রক্তে জমাট বাঁধার উদ্বেগে বেশ কয়েকটি ইউরোপীয় দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করলেও অঞ্চলটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার প্রধান একথা বলেছেন। 

ইএমএ প্রধান জানান, রক্তে জমাট বাঁধার সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই। এই ঘটনাগুলো নিয়ে অনুসন্ধান চলছে। তবে ভ্যাকসিনটি অনুমোদনের সিদ্ধান্ত সঠিক ছিল।

কুক বলেন, আমরা ইউরোপে কয়েক হাজার মানুষের রক্ত জমাট বাঁধে। আমরা এখন জানতে চাই এসব জমাট বাঁধার কারণ ভ্যাকসিন নাকি অন্য কিছু।

উল্লেখ্য, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধার কয়েকটি ঘটনার খবরের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নরওয়ে, বুলগেরিয়া, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, আইসল্যান্ডসহ ১৬ দেশে এটির প্রয়োগ স্থগিত করা হয়েছে।

Facebook Comments Box