আসছে ২৪শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে BSAI এর বাৎসরিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবারের টুর্নামেন্ট ৩ টি ডিভিশনের মাধ্যমে পরিচালিত হবে। এন্ট্রি ফি ৪০ টাকা ডিভিশন প্রথম ও ৩০ টাকা ডিভিশন ২/৩ এর জন্য ধার্য্য করা হয়েছে। এন্ট্রি ফি ২২ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
গত ৩রা এপ্রিল লিমেরিক এ সংগঠনটির অনুষ্ঠান প্রস্তুতিমূলক এক সভার আয়োজন করা হয়। সভাটি সংগঠনের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং জস উদ্দিন তমাল ও হাবিবুর রহমানের যৌথ উপস্থাপনায় পরিচালিত হয়। কুরান তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
এই সভায় সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ যে সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা নিন্মরুপ
১- ২৪শে মার্চ ৩ টি ডিভিশনের মাধ্যমে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ডাব্লিনে
২- ৯ ই জুন ক্রিকেট টুর্নামেন্ট, কর্কে
৩- ৩০ শে জুন পিকনিক ও বাচ্চাদের ফুটবল, ডাব্লিনের ক্লোন্ডাল্কিনে
৪- আন্তর্জাতিক খেলা না হওয়ার সীদ্ধান্ত হয়
এ বছর বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ থাকায় আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে।
সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল মান্নান মান অসুস্থ থাকায় তার শারিরীক সুস্থতার জন্য দোয়া করা হয়। তিনি ব্যাক্তিগত কারনে সংগঠন থেকে ৬ মাসের অবসরে আছেন।