BSAI কর্তৃক দাবা, ক্যারম ও টেবলটেনিস টুর্নামেন্ট সম্পন্ন

0
215
BSAI-2024

গতকাল ১৬ই এপ্রিল, রোজ মঙ্গলবার BSAI কর্তৃক দাবা, ক্যারম ও টেবলটেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি গলওয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত হয়।

প্রতিযোগীতায় ক্যারমে ৮টি দল দৈতভাবে, ৬জন একক ভাবে, ৬ জন টেবল টেনিসে, ও ৪ টি দল যৌথভাবে দাবায় প্রতিদ্বন্দ্বীতা করেন। সকল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীরা হলেন;

ক্যারম দ্বৈত প্রতিদ্বন্দ্বীতায়
চ্যাম্পিয়ন হন যৌথভাবে আব্দুল মান্নান মান ও কামাল হোসেন
রানারআপ হন যৌথভাবে লিমন ও হিমেল

ক্যারম একক প্রতিদ্বন্দ্বীতায়
চ্যাম্পিয়ন হন ওয়াহিদুল মাসুদ
রানারআপ হন আব্দুল মান্নান মান

দাবা প্রতিদ্বন্দ্বীতায়
চ্যাম্পিয়ন হন BSAI সভাপতি চুন্নু মাতবর
রানারআপ হন BSAI ট্রেজারার মোঃ আলমগীর হোসেন

টেবল টেনিস প্রতিদ্বন্দ্বীতায়
চ্যাম্পিয়ন হন মোঃ জহির উদ্দীন
রানারআপ হন জস উদ্দিন তমাল

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BSAI এর সভাপতি জনাব চুন্নু মাতবর,সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন, ট্রেজারার জনাব আলমগীর হোসেন ও ওয়েলফেয়ার সম্পাদক জনাব আবু তালেব। গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলওয়ে বাংলাদেশী কমিউনিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব জসীম উদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক জনাব তামীম মজুমদার, খেলাধুলা বিষয়ক সম্পাদক জনাব সোহরাব, বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মোহাম্মদ জহির উদ্দিন, জনাব জামাল বাসীর, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী জনাব কবির আহমদ সহ আরো অনেকে।

গলওয়ে বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল।

আয়োজকবৃন্দ আগত সকলকে ধন্যবাদ জানান ও বাংলাদেশ কমিউনিটি গলওয়ে কে ভ্যান্যু দিয়ে সহায়তা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box