BSAI এর নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সাধারন সভা সম্পন্ন।

0
725

বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সাধারন সভা সম্পন্ন।

গতকাল ৮ মার্চ মঙ্গলবার বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের ২০২২ ও ২০২৩ সালের জন‌্য নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সাধারন সভা ডাবলিন ক্লোনডালকিনের IBIS হোটেলে অনুষ্ঠিত হয়। জনাব মশিউর রহমানের কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে দুপুর দুটায় সভা শুরু হয়।

সভায় উপস্থিত ছিলেন :

সভাপতি: জনাব চুন্নু মাতবর।
সাধারন সম্পাদক: জনাব হাবিবুর রহমান।
যুগ্ম সাধারন সম্পাদক: জনাব এ,কে, আজাদ।
সাংগঠনিক সম্পাদক: জনাব কামাল উদ্দিন।
সহ সাংগঠনিক সম্পাদক: জনাব সলিম মিয়া।
সদস্য: জনাব গোলাম মোরশেদ।
সদস্য: জনাব আরিফুজ্জামান টূকু।
সদস্য: জনাব আলমগীর হোসেন।
সদস্য: জনাব মশিউর রহমান।
নির্বাহী সদস্য: জনাব আবদুল মান্নান মান।

সভাটি সভাপতিত্ব করেন BSAI এর সভাপতি জনাব চুন্নু মাতবর। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক জনাব হাবিবুর রহমান।

সভার শুরুতে সভাপতির স্বাগত বক্তব‌্যের পর নতুন কার্যকরী কমিটি তাদের ২০২২ সালের একটি কর্ম পরিকল্পনা প্রনয়ন করে। তাদের কর্ম পরিকল্পনা নিন্মরূপ:

১. সংগঠনের IT সম্পাদক ও কোষাধ্যক্ষ এই দুইটি পদ শূন্য থাকায় কমিটির সভার শুরুতেই সর্বসম্মতি ক্রমে IT পদে জনাব মশিউর রহমান ও কোষাধ্যক্ষ পদে জনাব আলমগীর হোসেনকে নিযুক্ত করা হয়।

২. কর্ক, কেরী ও গলওয়ে এই তিনটি কাউন্টিতে BSAI এর কাজের গতি বাড়াতে কার্যকরী সদস‌্য নিয়োগের ব‌্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

৩. উপদেষ্টা পরিষদের পরামর্শ নিয়ে BSAI এর গঠনতন্ত্রে কিছু পরিবর্তন পরিবর্ধন করা যায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে সর্ব সম্মতি ক্রমে কার্যকরী কমিটি সিদ্ধান্ত নেয় যে, পরামর্শ নেয়া যাবে তবে চুড়ান্ত সিদ্ধান্ত নিবে কার্যকরী কমিটি।

৪. উপদেষ্টা পরিষদের প‌্যানেল চুড়ান্ত করতে কমিটি আরও কিছু সময় নিতে চাচ্ছে তবে প্রতিটি কাউন্টি থেকে ২ থেকে ৩ জন উপদেষ্টা এর বেশী নয় এবং ডাবলিন যেহেতু বড় কাউন্টি তাই ডাবলিন থেকে তিনের অধিক উপদেষ্টা নিয়োগের ব‌্যাপারে সিদ্ধান্ত হয়।

৫. ওয়েবসাইট সহ IT পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকে।

৬. যত দ্রুত সম্ভব একটি ব‌্যাংক একাউন্ট খোলার জন‌্য কার্যকরী কমিটির পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়।

৭. আগামী মে মাসের মাঝামাঝি সময় ফুটবল,ক্রিকেট ও ব্যাডমিন্টন টিম নিয়ে ৩ দিনের ট্যুরে ইংল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

৮. চলতি বছরের জুলাই মাসের প্রথম সাপ্তাহে BSAI এর উদ্যেগে সর্ব সাধারনের জন্য বনভোজনের আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

৯. জুলাই মাসের মধ্যভাগে বড়দের ফুটবল টুর্ণামেন্ট হবে এ ব‌্যাপারে সকলে মতামত দেন।

১০. আগষ্ট মাসের মধ্যে অনূর্ধ ১৮ ফুটবল টুর্ণামেন্ট হবে।

১১.জুন মাসে বড়দের ক্রিকেট টুর্ণামেন্ট করার সিদ্ধান্ত হয়।

১২. ২০২২ সালের শেষের দিকে নভেম্বরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের দিন নির্ধারিত করতে সিদ্ধান্ত হয়।

সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হোসেনের প্রস্থাবনায় ২০২৩ সালের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে BSAI এর পরিবারের সকল সদস‌্য, কাউন্সিলর, উপদেষ্টা মন্ডলী ও কার্যকরী কমিটিকে নিয়ে একটি (Fundraising) তহবিল সংগ্রহের জন‌্য একটি Gala dinner আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সব শেষে সামনের দিন গুলিতে BSAI কে আরও কার্যকরী আরও শক্তিশালী করে কমিউনিটিতে খেলাধুলার চর্চাকে প্রসারিত করার প্রত‌্যয় নিয়ে নতুন কার্যকরী কমিটির প্রথম সভাটি শেষ হয়।

Facebook Comments Box