BDAD এর আয়োজনে ক্লোনডালকিনের IMCC মসজিদে দ্বিতীয় বারের মত ইফতারের আয়োজন করা হয়

0
433

BDAD এর আয়োজনে গত ১০ই এপ্রিল ক্লোনডালকিনের IMCC মসজিদে দ্বিতীয় বারের মত ইফতারের আয়োজন করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশ অব ডাবলিন BDAD গত ১০ই এপ্রিল ক্লোনডালকিনের IMCC মসজিদে দ্বিতীয়বারের মত ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করে। এর পূর্বে সংগঠনটি গত ৫ই এপ্রিল ২০২৩ বুধবার ১৪ই রমজান, ডাবলিনের ক্লোনোনোডালকিনে অবস্থিত আল খিদমা কমিউনিটি সেন্টারে তাদের প্রথম ইফতার মাহফিলের আয়োজন করেছিল।

দ্বিতীয় দফায় এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে ডাঃ পারভেজ, জালাল আহমেদ ভূঁইয়া, রুহুল আমিন তালুকদার, রফিকুল ইসলাম, ইয়াসিন মামুন, খায়রুল্লাহ, আরিফুল হক, আবদুর আলমগির, মাহবুব হোসেন খান, শাহীন মিয়া, মাজহারুল ইসলাম ঝিনুক, ডঃ নাসিম মাহমুদ, আবু বকর সিদ্দিক, ডাঃ আতিকুর রহমান, ডঃ ফারজানা ফেরদৌস, শাহদাত তপু, মিনহাজুল শাকিল, মিজানুর রহমান, মনিকা হোসাইন, শামিমা রহমান দিপা, রুহুল আমিন তালুকদার, তানভির শফিক, রেফায়েত উল্লাহ, মোঃ ইবরাহীম, সহ কমিউনিটির অনেক ব্যাক্তি বর্গ।

ডাবলিন থেকে বহু বাংলাদেশী এই ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অল বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের সভাপতি ডাঃ জিন্নুরাইন জায়গীরদার, সেক্রেটারী আনোয়ারুল হক আনোয়ার, সহ-সভাপতি আজিজুর রহমান মাসুদ এবং সহ-সভাপতি কাজী শাহ আলম, সহ ধর্মিয় সম্পাদক লোকমান হোসেনসহ A B A I কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ।

মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের BSAI এর প্রেসিডেন্ট চুন্নু মাতবর ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এবং কোষাধ্যক্ষ আলমগির হোসেন। উপস্থিত ছিলেন সামির জসিম, তপু শাহাদাত, জালাল আহমেদ ভূ্ঁইয়া, ডঃ নাসিম মাহমুদ, সালাহউদ্দিন সোয়েব সহ ডাবলিনের আরো অনেক কমিউনিটি ব্যক্তিবর্গ ।

BDAD এর সভাপতি জনাব জহিরুল ইসলাম জহির ও সাধারন সম্পাদক জাকারিকায়া প্রধান ইফতার মাহফিলে আগত মেহমানদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box