ABAI এর উপদেষ্টা ও নির্বাচন পরিষদের আয়োজনে রমজান উপলক্ষে ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল।

0
1033

ABAI এর উপদেষ্টা পরিষদ ও নির্বাচন পরিষদের আয়োজনে রমজান উপলক্ষে একটি ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার 2nd May 2021 আয়ারল‌্যান্ড টাইম বেলা 2:15 মিনিটে শুরু হয়ে দেড় ঘন্টা ব‌্যাপী এই অনুষ্ঠান সাজানো হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু রমজানের তাৎপর্য ,যাকাত ও ফিতরার নিয়মাবলী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মদিনা-মনোয়ারা থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ শেখ সাদী বিন আব্দুর রশিদ আল মাদানী ,PHD Researcher ইসলামিক ইউনিভার্সিটি অফ মাদিনা।

এই আলোচনায় আলোচক রমজানের তাৎপর্য ,যাকাত ও ফিতরার নিয়মাবলী বিস্তারিত ধারণা নিয়ে আলোচনা করবেন। আলোচনা শেষে থাকবে একটি প্রশ্নোত্তর পর্ব এবং আলোচক বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন জনাব মিজানুর রহমান জাকির।

আয়োজকদের পক্ষ থেকে মোহাম্মদ মোস্তফা প্রধান উপদেষ্টা ABAI এবং আজাদ তালুকদার প্রধান নির্বাচন কমিশনার ABAI তারা দুজন আয়ারল‌্যান্ডে বসবাসরত এবং বিশ্বের অন্যান্য দেশের সকল মুসলমান ভাইবোনদের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহনের জন‌্য আমন্ত্রণ জানিয়েছেন।

আলোচনাটি Zoom লিঙ্কে এবং ABAI-এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

জুমের লিংক’টি পরবর্তীতে জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box