গত ১২ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ডাবলিন) বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন লক্ষ্যে ডাবলিনের রেড কেউ হোটেলে এক আলোচনা সভার আয়োজন করে।
উক্ত সভা পরিচালনা করেন মীর হাবিবুর রহমান এবং ইমরান শুভ। সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাকারিয়া প্রধান ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের সাবেক ছাত্রদলের আহবায়ক ফাহিমা আক্তার চৌধরী মুকুল এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুল নাসির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম মনির। এছাড়া জসিম উদ্দিন, আব্দুর রশিদ, সবুজ মিয়া,মনিরুজ্জামান মনির, আরিফুল ইসলাম আরিফ, আনিস সুলতান বাচ্ছু, আব্দুর রহিম ভূঁইয়া, সাকিল চৌধরী, শাহ আজমল হোসেন, আব্দুস সহিদ, হারুন ইমরান, ইমরান শুভ, আরিফুল হক, জেনন ভূঁইয়া, মিষ্টার নাসির, রুশন আলী, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, এমাদ আহমেদ, রায়হান উদ্দিন রাসেল, আলামিন রিতু, জাফর উদ্দিন, শেফায়েত অনয়, পাপলু সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাবা ফাহিমা আক্তার মুকুল বাংলাদেশের স্বাধীনতা ও ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং পরবর্তী বাংলাদেশের শহীদ জিয়ার জাতীয়তাবাদ এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা সফলতা নিয়ে স্মৃতিচারন করেন। জনাব হামিদুল নাসির বলেন, আমরা ৭ই নভেম্বর ১৯৭৫ সালে যদি বিপ্লবকে সত্যিকারের সফল করতে পারতাম তাহলে ২০২৪ সালে আবার রক্তক্ষয়ী বিপ্লবের প্রয়োজন হতোনা। শেখ পরিবারের বিরুদ্ধে আমাদের বারবার বিপ্লব করতে হচ্ছে আর প্রতিবার জিয়া পরিবার সেই বিপ্লবে সক্রিয়ভাবে ভুমিকা রাখতে হচ্ছে। আগামীতে যদি আমরা ২৪শের বিপ্লবকে সফল করতে না পারি তাহলে ফ্যসিবাদ আবার সক্রিয় হবে। দেশনায়ক তারেক রহমানকে আমরা সকলে সহযোগিতা করলে হয়তো সফল গনতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মানে কার্যকরী হবো।
সভায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহনের মাধ্যমে ডাবলিন বিএনপিকে ধন্যবাদ এবং জিয়া পরিবারের প্রতি অকুন্ঠ সমর্থনে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
সভার সভাপতি জনাব জাকারি প্রধান উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।