বান্দরবানে অদ্ভুত আকৃতির ডিম পেড়েছে মুরগি, দেখতে কৌতূহলী মানুষের ভীড়

0
812
Irish Bangla Times Archives
Irish Bangla Times Archives
Irish Bangla Times Archives
Irish Bangla Times Archives

বান্দরবানের লামা উপজেলায় মুরগির অদ্ভুত আকৃতির ডিম পাড়া নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার লামা পৌরসভার চাম্পাতলী পাড়ার বাসিন্দা ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মহসিন রেজার ঘরে এ ঘটনা ঘটেছে।

মুরগির মালিক মহসিন রেজা জানান, ডিম পাড়া কালো রংয়ের মুরগিটির বয়স এক বছর। প্রথমদিকে মুরগিটি স্বাভাবিক আকৃতির ডিম পাড়তো। কিন্তু গত তিন দিন ধরে মুরগিটি আমের আকৃতির ডিম পাড়ছে। তবে ভেতরের কুসুম অন্য ডিমের মতো স্বাভাবিক। মুরগিটি এ পর্যন্ত আমের আকৃতির তিনটি ডিম পেড়েছে। এ দিকে এ খবর ছড়িয়ে পড়লে এক নজর ডিমগুলো দেখার জন্য বাড়িতে ভিড় জমাচ্ছে স্থানীয়রা।

তিনি আরও বলেন, আম আকৃতির ডিম পাড়ার বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অদ্ভুত আকৃতির ডিমগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রাণী সম্পদ কার্যালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে জেলার লামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী বলেন, এ রকম ঘটনা খুবই কম। তবে মুরগির খাবারে ক্যালসিয়ামের পরিমাণ কম হলে বা ডিম পাড়ার আগ মুহুর্তে কোনো সমস্যা হলে এমন ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অন্য সমস্যার কারণেও এ রকম হতে পারে।

তথ‌্য সূত্র ও ছ‌বি : Dhaka Tribune
সৈয়দ আতিক‌ু রব
ডাব‌লিন

Facebook Comments Box