আয়ারল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি চিহ্নিত

0
732
It is not known how easily the virus spreads from person to person, nor if it can spread before symptoms are shown

আয়ারল্যান্ডে এই প্রথম কোন ব্যক্তি করোনা ভাইরাস পজিটিভ হিসেবে ধরা পড়েছে। এই ব্যক্তি ইতালি থেকে ডাবলিন এয়ার পোর্টে অবতরণ করেন। তার পর তিনি নর্দান আয়ারল্যান্ডে গেলে করোনা ভাইরাস চিহ্নিত হয়। নর্দান আয়ারল্যান্ডের পাবলিক হেলথ এজেন্সি এই ঘটনা নিশ্চিত করেছেন আজ সন্ধ্যায়। রোগীগে এখন বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। নর্দান আয়ারল্যান্ডের হেলথ এজেন্সি জানার চেষ্টা করছে তার সংস্পর্শে কি পরিমান লোকজন ছিলো এবং কোন রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছেছে।

এই রোগীকে বেলফাস্ট রয়েল ভিক্তোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তিপক্ষ জানিয়েছে রোগী কোন দেশের নাগরিক বা তার বিস্তারিত দেওয়া অনৈতিক ও যে আইনি হবে বিধায় এই পর্যায়ে তার কোনো পরিচয় প্রকাশ করা হবে না।

ধারণা করা হচ্ছে, বিমানে এই যাত্রী কাদের সংস্পর্শে ছিল, সহযাত্রী কেউ আক্রান্ত হয়েছে কিনা। ডাবলিন থেকে নর্থন আয়ারল্যান্ড বসে করে গিয়েছে নাকি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছে।

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছে যে এ রোগ আয়ারল্যান্ডে খুব শীঘ্রই আসবে কিন্তু কত তাড়াতাড়ি বা দেরিতে আসবে তার ধারণা ছিলোনা।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here