কবির ভালোবাসা – সাজেদুল চৌধুরী রুবেল

0
1550
Shajedul Chowdhury Rubel

কবির ভালোবাসা
সাজেদুল চৌধুরী রুবেল


 

তোমার আমার গল্প
কোনো রূপকথার গল্প নয়
তোমার আমার জীবন
কোনো রূপকাহিনীর জীবন নয়
আর দশটা সাদামাটা জীবনের মতোই
তোমার আমার জীবন।
তুমি কি জানো-
এ জীবনের নাম কি? দাম্পত্য জীবন।

ষোল বছর আগের এ দিনে
তোমার আর আমার যাত্রা শুরু
অতপর-
মান-অভিমান, রাগ-অনুরাগ, অভিযোগ-অনুযোগ
একটু আধটু খুনসুটি আরও কতো কি…..
কিন্তু তুমি তো জানো-
এ সবই জীবনের অংশ, দাম্পত্যের অলংকার

আচ্ছা, বাদ দাও এসব,
আজ আমি বড্ড রোমান্টিক!
বলতো-
কি নামে ডাকলে তোমাকে আজ
খুশি হবে তুমি?
ফুল? চন্দ্রিমা? ফলবতী বৃক্ষ? নাকি পিপাসার্ত হৃদয়ের এক গ্লাস ঠান্ডা লাচ্ছি?

অনেক আদর আর স্বাগতিক শুভেচ্ছা আজ তোমাকে
তার সাথে জেনো
কপোলে দুটো মিষ্টি চুম্বন। লজ্জা পেলে?
চমকে গেলে কেনো?
পৃথিবীর তাবৎ নরনারীর
অব্যক্ত ভাষার গুঞ্জন এখানেই।

আজ বলি তোমায়
আকাশ বাতাস জেনে রাখুক
ভালোবাসি তোমাকে নিঃসীম নীলিমায়।
কোথায় যেতে চাও আজ তুমি…..?
চাইনিজ? কফিহাউজ? স্পাইস অফ ইন্ডিয়া?
নাকি আনোয়ারের ইস্তান্বুল কাবাব?
একবার বলো শুধু,
লকডাউনের এ কঠোর নিষেধাজ্ঞা অমান্য করতেও আমি কুণ্ঠিত নই।

আমার কি ইচ্ছে হচ্ছে জানো …..?
আজ তোমাকে হলুদ পাখি সাজাতে
আর আমি শ্যাম বনানী কিংবা
ধবল জ্যোৎস্নার রাত্রিতে
বাড়ির ঘাটের নৌকোয় মুখোমুখি বসে
উপচে পড়া বর্ষার মৃদু ঢেউ তোলা পানিতে
দুজন দুজনের প্রতিচ্ছবি দেখি!

কবি যে তোমার অনেক কিছুই চায়,
মনের পুঞ্জীভূত ভাষা
চোখের ভাষায় বলে দিতে চায়,
ঘটাতে চায় ভালোবাসার সাবলীল প্রকাশ
কিন্তু পারেনা ….
তাই কবিতায় বুঝে নিও সব।

লিমরিক
১০ মার্চ ২০২১

Shajedul Chowdhury Family

Facebook Comments Box