আসসালামু আলাইকুম, অত্যন্ত বেদনার সাথে জানানো যাচ্ছে যে, কিলারনী নিবাসী আমাদের ভাই সেলিম হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মরহুমের মাগফেরাতের জন্য দোয়া করি।
জানা গিয়েছে তিনি আজ বুধবার দুপুর ২:৩০ মিনিটে (০৯/১২/২০২০ ইং তারিখে) ট্র্যালি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। গত বছর তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ২০১৯ সালের অক্টবরে রেক্টাল ক্যান্সার ক্যান্সার ধরা পড়ে। ডাক্তারদের আপ্রাণ চেষ্টার পরেও তাকে রক্ষা করা যায় নি। অবশেষে তিনি আজ মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
সর্বশেষ তিনি কিলারনি টাউনে কোম্পানির বাসায় তাঁর এক বন্ধু জনাব আব্দুল হালিম এর সাথে বসবাস করতেন। কিলারনিতে তিন দীর্ঘ ২০ বছর বসবাস করেন। তার পূর্বে তিনি মালয়েশিয়াতে চাকরি করতেন। ১৭/০৩/২০০১ সালে তিনি আরো তিন বন্ধুর সাথে একই বিমানে ছোড়ে আয়ারল্যান্ড আসেন।
তিনি চাকরি করতেন বেলিডেসমন্ড, Co – Cork “মানসটার জয়নারী কনস্ট্রাকশন” কোম্পানিতে।
তার মা, দুই ভাই, এক বোন বাংলাদেশেই বসবাস করেন। আয়ারল্যান্ডে তার নিকটটম কোন পরিবার নাই।
দেশে তার ভাই আলমগীর হোসেনের সাথে ও তার মায়ের সাথে যোগাযোগ করা হলে তারা তার লাশ দেশে পাঠানোর ব্যাপারে আকুল আবেদন করেন। আমরা আশাকরি আয়ারল্যান্ডে সকল সুহৃদ ব্যক্তি এগিয়ে আসলে তার লাশ দেশে পাঠানো সম্ভব হতে পারে।
অবশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সাইবার জন্য দোয়া করি।