“নিয়তি”
কতো বছর জ্বলে জ্বলে প্রদীপের আলো
তেলের আধার বুঝি প্রায় ফুরিয়ে এলো।
সেদিনের তেজ নেই, শিখা নিভু নিভু
আর কি জ্বলবে প্রদীপ দৃঢ়-দীপ্ত কভু?
অস্তগামী সূর্য যখন গোধূলি লগ্নে আসে
আরও মায়ায়, মমতায় সে প্রকৃতিকে ভালোবাসে।
কে বা চায় ফিরে যেতে অন্ধকার রাতে?
নিয়তির নির্মমতা বাঁধা নিয়তিরই হাতে!
এস, এম, মাহফুজুল হক (প্রদীপ)
ডাবলিন
৭ই অক্টোবর, ২০২০
Facebook Comments Box