এবছর ১৫ই মে ২০২২ ইং আয়ারল্যান্ডের ডাবলিনে DCU তে অনুষ্ঠিত হতে যাচ্ছে “২১ শে বই মেলা ২০২২”
<
গতকাল শনিবার ১৬ই এপ্রিল ২০২২ ইং ডাবলিন swords এ অবস্থিত Chilli Shaker রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় "২১শে বই মেলা"র আয়োজকদের এক প্রস্তুতি সভা।
আয়োজকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ মোস্তফা, শাহাদাত হোসেন, মেহদী হাসান, মামুন মীর, আব্দুল জলিল, শায়লা শারমীন, রুনা জলিল, মাসুদ শিকদার, আরিফ ভু্ঁইয়া, গোলাম মোর্শেদ কামরুল, আক্তার হোসেন, আসিফ হোসেন হিরন, জাফর আহমেদ,শামীম আহমেদ, বেললা হোসেন, সৈয়দ জুয়েল, কবীর আহমেদ এবং মশিউর রহমান।
উল্লেখ্য ২০২০ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত (DCU) ডাবলিন সিটি ইউনিভার্সিটিতে সর্বপ্রথম “২১শে বই মেলা” অনুষ্ঠিত হয়। সেই বছর বই মেলা সর্বস্তরের বাংলাদেশীদের মধ্যে বেশ সাড়া ফেলে এবং সকলেই আয়োজকদের অনুরোধ করেন মেলাটি প্রতিবছর আয়োজন করার জন্য।
পরবর্তি বছর ২০২১ সালে করোনা মহামারীর জন্য মেলাটি আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবছর ২০২২ সালে আয়োজকগন বেশ উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে এবছর ১৫ই মে ২০২২ ইং আয়ারল্যান্ডের ডাবলিনে DCU তে অনুষ্ঠিত হবে “২১ শে বই মেলা ২০২২”
আয়োজকদের পক্ষ থেকে আইরিশ প্রেসিডেন্ট Michael D. Higgins কে আমন্ত্রন জানানো হয়েছিল যদিও পরবর্তিতে প্রেসিডেন্ট ব্যাক্তিগত কারনে আমন্ত্রন রক্ষা করতে অপারগতা প্রকাশ করেছেন। তবে আয়োজকগন আশা করছেন তাদের আমন্ত্রনে আইরিশ কবি, লেখক সহ লোকাল পার্লামেন্ট মেম্বার,কাউন্সিলর, মেয়র এছাড়া আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কবি সাহিত্যিক ও লেখকগন মেলাতে উপস্থিত হয়ে মেলাকে আলোকিত করবেন।
এবারের মেলায় মূল অনুষ্ঠানের সাথে বেশ কিছু নতুন ইভেন্ট থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এর মধ্যে থাকছে :
১. কবি ও লেখকদের জন্য বিশেষ সেমিনার,
২. কিশোর কিশরীদের জন্য থাকছে বিষয় ভিত্তিক প্রবন্ধ রচনা প্রতিযোগীতা,
৩.আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী চিত্র শিল্পীদের আকা্ঁ চিত্র-পদর্শনী,
৪. থাকছে পিঠা মেলা,
৫. পোশাক বিপণি,
৬. পান্তা ইলিশ ষ্টল,
এছাড়াও থাকছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযগিতা এবং বিকেলে থাকছে বিশেষ আকর্ষন সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার মূল আকর্ষন বইয়ের ষ্টল সাজিয়ে আমন্ত্রিত অতিথীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে “২১শে বই মেলা ২০২২” শুরু হবে সকাল ১১টায় এবং দিনভর মেলা চলবে সন্ধ্যা পর্যন্ত।
মেলায় পর্যাপ্ত খাবারের ষ্টল থাকবে বলে আয়োজকগন জানিয়েছেন। আয়োজকগন আশা করছেন এবারের মেলায় সারা আয়ারল্যান্ড থেকে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটবে।
সবাইকে মেলায় আমন্ত্রন জানিয়ে মেলাকে সফল করতে সকলের প্রতি সহযোগীতার আহবান জানিয়েছেন আয়োজকগন।