সুইজারল্যান্ডে প্রকাশ‌্য স্থানে মুখে নিকাব পরা নিষিদ্ধ করবে কিনা সে বিষয়ে আজ ভোট

0
903

সুইজারল্যান্ডে প্রকাশ‌্য স্থানে মুখ পুরো ঢাকতে নিষিদ্ধ করবে কিনা সে বিষয়ে আজ ভোট হবে।

যদিও মুসলিম মহিলাদের নিকাব পড়ে বা পুরো মুখ উড়না দিয়ে ঢেকে সুইস রাস্তায় দিয়ে হাটতে খুব একটা দেখা যায় না তার পরও প্রকাশ্যে স্থানে নিকাব পড়ে পুরো মুখ ঢাকা নিষিদ্ধ করবেন কিনা সে বিষয়ে সুইজারল্যান্ডে আজ ভোট হবে।

খবরে বলা হয় যে বিভিন্ন মতামতের ভিত্তিতে ইঙ্গিত পাওয়া যায় যে সংখ্যাগরিষ্ঠরা এই পদক্ষেপকে সমর্থন করে আর অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে – এবং কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলিতে বছরের পর বছর এই নিকাব নিয়ে বিতর্কের পরেই তারা ভোটাভুটির এমন একটি সিদ্ধান্ত আসে।

সুইসরা প্রস্তাবটিতে “পুরো মুখের ঢাকনা নিষিদ্ধ করার জন্য হ্যাঁ” ভোট দিতে প্রকাশ‌্যে প্রচারনা করছে।

যদিও বোরকা বা নেকাবের কথা তারা এখানে উল‌্যেখ করছে না তবে বিতর্কটি কী তা নিয়ে আর কোন সন্দেহ নেই।

“র‌্যাডিকেল ইসলাম বন্ধ করুন!” এবং “উগ্রবাদ বন্ধ করুন!”, এই স্লোগান লিখে কালো নিকাব পরা এক মহিলার ছবি যুক্ত পোষ্টার সারা সুইস শহর জুড়ে চারপাশে লাগানো হয়েছে।

ঐ পোষ্টারের বিপরীতে প্রতিদ্বন্দ্বী একটি পোস্টারে লেখা : “এই অযৌক্তিক, অর্থহীন, ইসলাম-ফোবিক‘ অ্যান্টি-বোরকা ’আইনকে “নো” বলুন।”

নিষেধাজ্ঞার অর্থ হলো দোকান বা সপিং মলে এবং উন্মুক্ত স্থানে প্রকাশ্যে সম্পূর্ণরূপে কেউ তাদের মুখ ঢাকতে পারবে না।

বিস্তারিত তথ‌্য জানতে নিচের লিঙ্কটি চাপুন:
https://www.thejournal.ie/switzerland-vote-facial-coverings-5372004-Mar2021/?utm_source=shortlink

Facebook Comments Box