শীঘ্রই আয়ারল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন স্থাপন !

0
654

আয়ারল্যান্ড সরকারের আমন্ত্রণে তিন দিনের এক সরকারি সফরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমেদ , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনীররুছ সালেহীন এবং বাংলাদেশ সরকারের ইউকে এবং আয়ারল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত মান্যবর হাইকমিশনার সাইদা মুনা তাসনিম আয়ারল্যান্ডে আসেন ।

মাননীয় মন্ত্রী গতকাল এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে দৃঢ় আশা ব্যক্ত করেন যে শীঘ্রই আয়ারল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন স্থাপন করা হবে । বিশ্বব্যাপী কভিড সংক্রমনের কারনে হাই কমিশন স্থাপনে বিলম্ব হচ্ছে বলে তিনি তার বক্তিতায় উল্লেখ করেন । তিনি আরো বলেন হাই কমিশন স্থাপনের কাজ টি যাহাতে তাড়াতাড়ি হয় সে জন্য তিনি মাননীয় প্রধান মন্ত্রী এবং অর্থ মন্ত্রীর সঙ্গে আলাপ করবেন ।

মান্যবর ইউকে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন আয়ারল্যান্ডে কনস্যুলেট সার্ভিস অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরোও সার্ভিস বৃদ্ধি করা হবে ।

Facebook Comments Box