আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার আজকে এক বিবৃতিতে বলেছে দেশে লিভিং সার্টিফিকেট ও জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্দিষ্ট সময়েই। সংসদীয় উপ কমিটির কোভিড – ১৯ সংক্রান্ত এক সভায় তিনি শিক্ষামন্ত্রী জো হিউ ও রাষ্ট্রীয় পরীক্ষা বিষয়ক কমিশনার এই পাবলিক পরীক্ষাগুলো যথা সময়ে পরিচালনা করার উপায় নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে কোন মূল্যেই এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে হবে। তিনি আরো বলেন যে সকল শিক্ষার্থী এই সকল বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করার কথা তারা যেন জীবন থেকে একটি বছর বা অর্ধ বছর অপচয় না হয় সেদিকে সরকার লক্ষ রাখছে।
চলতি বছরে বিভিন্ন পাবলিক পরীক্ষায় এক লক্ষ্য ছাব্বিশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।
লিভিং সার্টিফিকেট শিক্ষার্থীগণ ২৩শে মার্চ ভাইবা পরীক্ষায় অংশগ্রন করার কথা ছিল যা ইতোমধ্যে রোহিত করুন করা হয়েছে। শিক্ষা মন্ত্রী বলেন সকল লিভিং সার্টিফিকেট শিক্ষার্থী ১০০% মার্ক পাবে ভাষার সাব্জেক্টগুলোতে।