বাজেট ২০২৪ – কি প্রভাব ফেলবে আপনার দৈনন্দিন জীবনে

আয়ারল্যান্ড বাজেট ২০২৪ - আদ্যোপান্ত

0
793

প্রকাশিত হল আয়ারল্যান্ডের ২০২৪ সালের বাজেট। নতুন এনার্জি ক্রেডিট, মর্টগেজ রিলিফ, বর্ধিত মিনিমাম বেতন ও রেন্ট ট্যাক্স ক্রেডিটসহ রয়েছে চমকপ্রদ কিছু পরিবর্তন এই বাজেটে।

ফাইনান্স মিনিস্টার Michael McGrath €১৪ বিলিয়নের বাজেট ঘোষণা করেন আজ ১০ অক্টোবর ২০২৩ এ।

২০২৪ বাজেটে জনসাধারণের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে এমন কিছু বাজেটের অংশ তুলে ধরা হলঃ

১) মিনিমাম ওয়েজ ঘণ্টায় €১২.৭০ এ উন্নীত করা হয়েছে। যা বর্তমান রেট €১১.৩০ থেকে ১২% বাড়ানো হয়েছে।
২) €১৫০ ইউরোর তিনটি এনার্জি ক্রেডিট প্রদান করা হবে আগামী শীত মৌসুমে।
৩) রেন্ট রিলিফ গত বছরের ন্যায় এ বছরেও প্রদান করা হবে। তবে রেন্ট রিলিফ €৫০০ থেকে উন্নীত করে €৭৫০ করা হয়েছে।
৪) ২০% ট্যাক্স রেট ব্যান্ড €৪২,০০০ পর্যন্ত করা হয়েছে। ২০২৩ বাজেটে ছিল €৪০,০০০ পর্যন্ত।
৫) সাপ্তাহিক সোশ্যাল ওয়েলফেয়ার এবং পেনশন €১২ করে বাড়ানো হয়েছে।
৬) গ্যাস ও ইলেক্ট্রিসিটি এর ভ্যাট রেট আগামী ১২ মাস ৯% ই বলবৎ থাকবে।
৭) ক্রিসমাসের আগে ডাবল চাইল্ড বেনিফিট প্রদান করা হবে।
8) বেশিরভাগ ছাত্রছাত্রীর থার্ড লেভেল ফিস €১০০০ করে কমানো হবে।
৯) ২০ টি সিগারেট যুক্ত প্যাকেটের দাম ৭৫ সেন্ট করে বাড়ানো হবে এবং ই-সিগারেটের উপর কর সংযোজিত হবে।
১০) USC রেটের পরিবর্তন হবে।
১১) পার্সোনাল ট্যাক্স ক্রেডিট €১০০ ইউরো বৃদ্ধি পাবে। নতুন ইনকাম ট্যাক্স ক্রেডিট হবে €১,৮৭৫।
১২) হোম কেয়ারার এবং সিঙ্গেল পার্সন চাইল্ড কেয়ার ক্রেডিট €১০০ ইউরো বৃদ্ধি পাবে। এবং ইনক্যাপাসিটেড চাইল্ড ক্রেডিট বৃদ্ধি পাবে €২০০।
১৩) মেডিকেল কার্ডের জন্য আয় €৬০,০০০ ইউরো পর্যন্ত রাখা হয়েছে ২০২৫ পর্যন্ত।
১৪) ছোট বাসা মালিক/ব্যবসায়ীদের জন্য থাকবে স্বল্প মেয়াদি ট্যাক্স রিলিফ। হেল্প টু বাই স্কিম ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
১৫) মর্টগেজ হোল্ডারদের জন্য রয়েছে ট্যাক্স রিলিফ। ২০% ট্যাক্স রিলিফ পাবে মর্টগেজ হোল্ডাররা, সর্বোচ্চ €১,২৫০ পর্যন্ত।

Minister for Finance Michael McGrath and Minister for Public Expenditure Paschal Donohoe

ক্রিসমাসে যে বোনাস বা পেমেন্ট করা হবেঃ

ক) €২০০ লিভিং এলোন অ্যালাউন্স
খ) €৪০০ কেয়ার সাপোর্ট গ্রান্ট
গ) €৪০০ ডিসএবিলিটি সাপোর্ট গ্রান্ট
ঘ) €৪০০ ওয়ার্কিং ফ্যামিলি পেমেন্ট
ঙ) €৩০০ ফুয়েল অ্যালাউন্স পেমেন্ট
চ) €১০০ কোয়ালিফাইড চাইল্ড বোনাস
ছ) €২৮০ চাইল্ডকেয়ার পেমেন্ট পার চাইল্ড

 

Facebook Comments Box