আজ সকালে ফ্রান্সের Nice শহরে একটি গির্জায় এক আক্রমণকারী ছুরি নিয়ে আক্রমন চালায় এবং সে ছুরি দিয়ে এক মহিলার শিরশ্ছেদ করে এবং একই ঘটনায় আরও দু’জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। এদিকে ফ্রান্স নগরীর মেয়র এই ঘটনাকে সন্ত্রাসবাদ হিসাবে বর্ণনা করছেন।
ফ্রান্সের পুলিশ জানিয়েছে, হামলাটি একটি গির্জার বাইরে সংঘঠিত হয়েছিল এবং হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। লোকজনকে ঐ অঞ্চলটি এড়িয়ে চলাচল করতে বলা হচ্ছে।
ফরাসী সন্ত্রাস বিরোধী আইনজীবী বিভাগ বলেছে যে, এ ঘটনাটিকে দ্রুত তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত পুলিশ চার্চের চারপাশে একটি সুরক্ষা বেষ্টনী তৈরি করেছিল, যা শহরের মূল শপিংয়ের পুরো জায়গা এবং( Nice city) নাইসের জিন মেডেকিন অ্যাভিনিউকে ঘিরে রেখেছিল। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও ঘটনাস্থলে ছিল।
মহানবী সাঃ কে নিয়ে ব্যাঙ্গাত্বক কার্টুন প্রকাশের কারনে এই মাসের শুরুতে (ফ্রান্স) প্যারিসের ফরাসী মধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক “স্যামুয়েল প্যাটি” কে শিরশ্ছেদ করে চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি। এই কারনে উদ্ভত যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছিল ঠিক সেই সময় এই আক্রমণটি সংঘটিত হলো।