প্রথমদিকে পিপিই পরা জানতেন না বলে ডাক্তাররা করোনায় আক্রান্ত হয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রী

0
706

প্রথমদিকে ডাক্তার এবং নার্সরা পিপিই কিভাবে পরতে হবে খুলতে হবে এসব জানতেন না বিধায় তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দাবী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাব বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন মন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে করোনার কারনে ডেথ রেট অন্যান্য দেশের তুলনায় কম বলে জানান। এ সময় মন্ত্রী বলেন, “ডাক্তারদের নার্সদের আমরা ট্রেইন্ড করেছি। পিপি কিভাবে পড়তে হবে, খুলতে হবে এই বিষয়টি তাদের জানা ছিল না। তাদেরকে আমরা ট্রেইন্ড করেছি। তারপরে আক্রান্তের হার কমে গেছে।”

মন্ত্রী এসময় করোনাকালে দুই হাজার ডাক্তার এবং ছয় হাজার নার্স নিয়োগের ব্যাপারটি উল্লেখ করেন ।

এসএ,রব

Facebook Comments Box