জার্মানিতে পথচারী জোনে গাড়ি উঠিয়ে পাঁচজনকে হত‌্যা ও বহু মানুষ আহত।

0
761

জার্মানি শহরের পথচারী জোনে দ্রুত গতিতে গাড়ি উঠিয়ে দেওয়ার পরে পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জার্মান শহর ট্রিয়ারে আজ এক ড্রাইভার দ্রুতগতিতে তার গাড়ি পথচারী জোনে মানুষের উপর উঠিয়ে দেয় এতে একটি নয় মাস বয়সী শিশু সহ পাঁচ জন নিহত এবং অনেক মানুষ গুরুতর আহত হয়েেছেন।

ট্রিয়ারে জন্ম নেওয়া ৫১ বছর বয়সী জার্মান চালককে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় এবং গাড়িটি আটক করা হয় বলে ট্রায়ার পুলিশ জানিয়েছে।

অভিযুক্ত ব‌্যাক্তির নাম জার্মান গোপনীয়তা আইন অনুসারে প্রকাশ করা হয়নি তবে তার কোনও নির্দিষ্ট আবাস বা ঠিকানা নাই এবং সাম্প্রতিক কিছুদিন যাবৎ সে তার ল্যান্ড রোভার গাড়ীটিতে সে বাস করছিল যেটি তার বন্ধু তাকে ব‌্যবহার করতে দিয়ে ছিল এবং এই গাড়ী দিয়েই সে পথচারী হত‌্যায় ব্যবহৃত করেছিল বলে জার্মান প্রসিকিউটর পিটার ফ্রেটজেন সাংবাদিকদের জানিয়েছেন।

তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তাকে মানসিক রোগের পরীক্ষা করানোর ব‌্যবস্থা নেয়া হয়েছে তবে চিকিৎসকরা প্রাথমিক ভাবে ধারনা করছেন যে লোকটি মানসিক অসুস্থতায় ভুগতে পারে।

তথ‌্যসুত্র: https://jrnl.ie/5285133

Facebook Comments Box