নামাজের জন্য জার্মানিতে খুলে দেওয়া হল গির্জা

0
644
ছবিসুত্রঃ ইন্টারনেট , আইরিশ বাংলা টাইমস

জার্মানির বার্লিনে মুসলমানদের নামাজ আদায় করার জন্য খুলে দেওয়া হয়েছে গির্জা ।প্রাণঘাতী  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে মসজিদে নামাজ আদায় করা সম্ভব না হওয়ায় খুলে দেওয়া হয় গির্জা।বিবিসির বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে। 

পরস্পর পরস্পরের থেকে ৫ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়ে জার্মানিতে গত ৪ মে থেকে সকল ধর্মীয় উপাসনালয় পুনরায় খুলে দেওয়ার অনুমতি দেয় দেশটির সরকার। আর এই দূরত্ব মেনে বার্লিনের নিউক্লান জেলার দার আসসালাম মসজিদে কেবলমাত্র জামাতের এক অংশ ধরানো সম্ভব ছিল। ফলে ক্রুজবার্গের মার্থা লুথেরান গির্জা রমজানের শেষ জুমার নামাজের আয়োজন করে সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছিল ।

মসজিদটির ইমাম বলেন, ‘ এ সঙ্কটের মধ্যে এবং রমজানে এমন দুর্দান্ত সহায়তা সবার মাঝে আনন্দ নিয়ে এসেছে। এই মহামারি আমাদেরকে একটি সুন্দর  সামাজিক বন্ধনে আবদ্ধ করেছে। । মসজিদ কমিটির সদস্য সামির হামদৌন বলেন, ‘এটি এক অদ্ভূত অনুভূতি ছিল কারণ সেখানে বাদ্যযন্ত্র, বিভিন্ন ছবি ছিল, যা ইসলামিক প্রার্থনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’

গির্জার যাজক মনিকা ম্যাথিয়াস বলেন, প্রার্থনার জন্য মুসলিমদের আহ্বানের প্রতি আমি অনুভূত হয়েছি। আমি সেই নামাজে অংশ নিয়েছি। সেখানে আমি জার্মান ভাষায় কথা বলেছি। এবং নামাজের সময় শুধু হ্যাঁ বলেছি। কারণ আমাদের প্রার্থনার অনুভূতি গুলোও একই। এছাড়া আমরা তাদের কাছ থেকে শিখতে চাই এবং একে অপরের সঙ্গে এমন মিশে যাওয়ার অনুভূতি অনেক সুন্দর

Facebook Comments Box