চাদে সোনার খনিতে সংঘর্ষ, নিহত প্রায় ১০০

0
333

আফ্রিকার দেশ চাদের উত্তরাঞ্চলের একটি সোনার খনিতে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৩ ২৪ খনিশ্রমিকদের মধ্যেএক সংঘর্ষে প্রায় ১০০ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে

সোমবার চাদের প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়া ব্রাহিম বলেন, লিবিয়া সীমান্তের কাছে কৌরি বৌগোদি জেলার পাহাড়ি এলাকার একটিঅবৈধ সোনার খনিতে সংঘর্ষের ঘটনা ঘটে।

সহিংসতার ঘটনা নিয়ে তদন্ত করতে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সোনার খনিতে একটিফ্যাক্টফাইন্ডিংমিশন পাঠিয়েছে চাদসরকার। সহিংসতার ঘটনায় অনেকের প্রাণহানি আহতের কথা জানালেও সংখ্যাটা কত, সেটা সরকারি কর্তৃপক্ষ জানায়নি।

প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়া ব্রাহিম বলেন, ‘প্রায় এক জনের মৃত্যুর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছি আমরা।তিনি বলেন, দেশেরসব অবৈধ খনিতে খনন কার্যক্রম বাতিল করা হয়েছে। এসব খনি থেকে লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারপ্রক্রিয়া শুরু করেছে সরকার।

সূত্র : প্রথম আলো

Facebook Comments Box