কমিউনিটির জন্য একটি সুসংবাদ !

0
483

কিলার’নি কমিউনিটি ব্যক্তিত্ব জনাব ইকবাল মাহমুদ আজ উনার ফেইস বুক স্টেটাসে জানিয়েছেন যে , কিলার’নি মাদ্রাসার চারজন হাফেজিয়া ক্লাসের ছাত্র এবছর পবিত্র রমজান মাসে তাদের মসজিদে খতম তারাবীহ’র নামাজ পরিচালনা করবেন ।

যে চার জন হাফেজ নামাজ পরিচালনা করবেন , তারা হলেন –

১ ) হাসিব আহমেদ ( HASIB AHMED )

২ ) শেখ রেহান ( SHEIKH RAYHAN )

৩ ) শাফওয়ান রহমান ( SAFWAN RAHMAN )

৪ ) মিরাজ মাহমুদ ( MIRAJ MAHMUD )

কিলারনি কমিউনিটির জন্য এটি একটি গৌরবের বিষয় , পাশাপাশি আয়ারল্যন্ড বাংলাদেশ কমিউনিটির জন্যও সমান গৌরবের এবং অনুপ্রেরনার ।

তিনি আরো জানিয়েছেন যে , ভবিষ্যতে আয়ারল্যান্ডের প্রতিটি মসজিদে কিলারনির মাদ্রাসার হাফেজগণ তারাবীহ’র নামাজ পড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । এ ধরনের পরিকল্পনা নিয়ে কিলার’নি মসজিদ কমিটি কাজ করে যাচ্ছেন । সে জন্য ইকবাল মাহমুদ সবার কাছে দোয়া চেয়েছেন ।

Facebook Comments Box